চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরামের উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাসে দুই দিনের ৩য় আন্তর্জাতিক সাইন্টিফিক কনফারেন্স আজ শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও কনফারেন্স চেয়ারম্যান প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সাইন্টিফিক কনফারেন্সের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, কনফারেন্সের সদস্য সচিব প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, নির্বাহী সম্পাদক প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর ডা. অলক নন্দী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ডা. মো. কামরুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।