বঙ্গোপসাগরে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের দায়ে দুই ট্রলার মাঝিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসেনর ভ্রাম্যমাণ আদালত। এসময় বেহন্দিসহ নানা প্রকারের ৪০ টির মতো অবৈধ জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ মাছ। মাছগুলো এতিমখানায় বিলি করা হয়। গতকাল মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশনটি পরিচালনা করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ ধাপে বিশেষ এ কম্বিং অপারেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে প্রচুর অবৈধ জাল দিয়ে জেলেরা মৎস্য আহরণ করছে, যা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। যার কারণে এমন উদ্যোগটি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশের সমন্বয়ে উক্ত বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
এই অভিযান সফল করতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার, জেলা মৎস কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বানৌজার লে. কমান্ডার হামিদ ও কোস্টগার্ডের লে. রওনক।