দুই জাহাজের শুভেচ্ছা সফর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্যমান প্রতীক : প্রণয় ভার্মা

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ভারতীয় কোস্ট গার্ডের দুই জাহাজের শুভেচ্ছা সফর ভারতবাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্যমান প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য এবং আইসিজিএস রাজবীরের সৌজন্যে আয়োজিত নৈশভোজে তিনি একথা বলেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা এবং মানু ভার্মা এই নৈশভোজের আয়োজন করেছিলেন। কোস্টগার্ড সদস্য ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। হাইকমিশনার ভার্মা চট্টগ্রামে সফররত জাহাজগুলোকে স্বাগত জানিয়ে ভারতবাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গতির প্রতিফলন হিসাবে ভারত থেকে ঘন ঘন জাহাজ পরিদর্শনকে তুলে ধরেন।

তিনি সমুদ্রের নিরাপত্তায় ভারতীয় ও বাংলাদেশী কোস্টগার্ডের ভূমিকার কথাও স্বীকার করেন। এর আগে গত ১৩ জানুয়ারি সাতদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসে ভারতীয় কোস্ট গার্ডের দুই জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স কাল থেকে শুরু
পরবর্তী নিবন্ধ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’