দুই গরু, ২ লাখ টাকাসহ বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে আগুন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঈদুল আজহার পূর্বের দিন ভোর রাতে ভয়াবহ আগুনে চারটি বসতঘর, কোরবানির দু’টি গরু ও গরু বিক্রির দুই লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। গত ২০ জুলাই ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে রেল লাইনের পাশে জাকিরের বাড়িতে এই দুর্ঘটনা হয়। ক্ষতিগ্রস্থ মো. রুহুল আমিন, জাকির হোসেন, কামাল উদ্দিন ও মো. সোহাগ জানান আগুনে তাদের বসতঘর, কোরবানির জন্য বিক্রি করা দু’টি গরু ও তিনটি গরু বিক্রির নগদ দুই লাখ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে এই দুর্ঘটনা হয়েছে।
মীরসরাই ফায়ার সার্ভিসে স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বেশ ক্ষতি হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধমুনির নগর ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ
পরবর্তী নিবন্ধপানি বাড়ায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে