কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। সে কক্সবাজারের খরুলিয়ার ডেঙ্গাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। বিজিবি রামু-৩০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কঙবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় সিএনজি চালক জসিম উদ্দিনকে আটক করা হয়। আটক আসামিকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।











