দীর্ঘায়ু পেতে সাহায্য করতে পারে সমুদ্রের বাতাস : গবেষণা

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৪৩ অপরাহ্ণ

সমুদ্রপাড় বা সমুদ্রের কাছাকাছি বাস করা কেবল মানুষের মনই ভালো রাখে না, বরং দীর্ঘায়ু পেতেও সহায়ক হতে পারে বলে উঠে এসেছে সামপ্রতিক এক গবেষণায়। খবর বিডিনিউজের।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নতুন এক গবেষণা বলছে, যারা সমুদ্রতীর থেকে প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন তারা নদী বা হ্রদের কাছাকাছি শহরে বসবাসকারী মানুষের চেয়ে দীর্ঘায়ু পেতে পারেন। গবেষণায় যুক্তরাষ্ট্রজুড়ে ৬৬ হাজারেরও বেশি আদমশুমারির তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। মানুষ কোন ধরনের জলাশয়ের আশপাশে বাস করছেন তার ওপর নির্ভর করে তাদের গড় আয়ু কীভাবে পরিবর্তিত হয়, এ গবেষণায় তা খতিয়ে দেখেছেন তারা।

যেমন সমুদ্র, নদী, হ্রদ বা অন্য কোনো জলপথ। গবেষণা বলছে, যারা সমুদ্রপাড় বা উপসাগরের কাছাকাছি থাকেন তারা সাধারণত বেশি দিন বাঁচেন। গড় হিসেবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় আয়ু ৭৯ বছরের চেয়ে আরও এক বছর বেশি বাঁচেন। অন্যদিকে, যারা বড় হ্রদ বা নদীর মতো জলাশয়ের পাশে থাকা শহরে বাস করেন সমুদ্রপারের মানুষদের চেয়ে গড়ে এক বছর কম বাঁচেন তারা। গবেষণার প্রধান লেখক ড. জিয়ানইয়ং জেমি উ বলেছেন, আয়ুর এই পার্থক্য নানা বিষয়ের মিলিত প্রভাবে হতে পারে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীরা সাধারণত কিছু সুবিধা ভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধহুন্ডাই অভিযানের পর আরও ব্যবসা প্রতিষ্ঠানকে নিশানা করবে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধইশিবার পদত্যাগ : নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড় শুরু জাপানে, ইয়েনের দরপতন