দীর্ঘশ্বাসের খরতা

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

তোমার এক চুমুক ঠোঁটের স্পর্শে

আমি ধুম্রবত হয়ে বায়ুমণ্ডলে ঘনীভূত হয়,

তীব্র সংকট নিয়ে মন দুয়ারে দাঁড়িয়ে

তোমার নিকোটিনের ধোঁয়ায় ভেসে আসা

দীর্ঘশ্বাসের খরতা যেন মুহূর্তেই

এক চুমুক ক্যাফেইনের ছোঁয়ায়

প্যারাসিটামলের চেয়ে দ্রুত কাজ করে।

ক্লান্তি দুচোখে যেন এক পলকেই তোমার চোখের

কর্নিয়ার আলোর গভীরতায় ডুবে যায়,

আমার চোখের সমস্ত আলো জুড়ে তোমার বিকিরণ।

একবার চেয়ে দেখো তুমি আর

ফেরাতে পারবে না কখনো এই দৃষ্টি,

প্রমত্ত সাগরে তুমিও ডুবে যাবে,

মিশে যাবে হৃদস্পন্দনটুকু যা ছিল জমা বুক পাঁজরে,

অকু্‌ণ্ঠ ঠোঁট সেদিন চোখে চোখ রেখে বলবে;

ভীষণ, ভীষণ রকম ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধআমার ঘরে বৃষ্টি পড়ে
পরবর্তী নিবন্ধনীরবতার শব্দগুলো