দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

আজাদী ডেস্ক | শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে একটি তিনতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পুলিশ আশংকা করছে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় অন্তত ৪০ জন লোক দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির পুরো একটি ফ্লোর এখনো তল্লাশি করা হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন উদ্ধারকাজে মনোযোগ দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভবন থেকে প্রায় ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী বলেন, এটি একটি সিসিটিভি গোডাউন এবং অফিস ছিল। আমরা তখন থেকে তল্লাশি চালাচ্ছি। লোকেরা বলেছে যে অনেকেই ভিতরে আটকা পড়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ কুমিরা জেটি
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ১৫ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার