মুখোশধারী অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক রোহিঙ্গা মাঝি ও তার ভাই গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ১-ইস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কুতুপালং ১-ইস্ট ক্যাম্পে হঠাৎ ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যাম্পের হেডমাঝি জাহাঙ্গীর আলমকে (২৯) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় তিনি ঘরের সামনে একটি দোকানে বসে ছিলেন।
গুলিতে জাহাঙ্গীর আলমের পাশাপাশি তার ছোট ভাই ছৈয়দ আলমও (২৬) গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন দুই ভাইকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করান।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন উর রশীদ বলেন, ঘটনার পর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।