মৌসুমী বায়ুর প্রভাবে নগরে গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কখনো মাঝারি বৃষ্টিও হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বৃষ্টির প্রভাবে সকালে রাস্তায় যানবাহন ছিল কম। এতে কর্মস্থলমুখী লোকজন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন। এ সুযোগে রিকশাওয়ালারা অতিরিক্ত ভাড়া দাবি করে বলে অভিযোগ করেছেন পথচারীরা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে নগরের লালখান বাজার থেকে টাইগারপাস, শেখ মুজিব রোড, বিমানবন্দর সড়কে আগে থেকে ছিল গর্ত। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানি এসব গর্তকে রূপ দেয় মিনি পুকুরে। এতে যান চলাচলে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। ওয়াসার খোঁড়াখুঁড়ি ছাড়াও সংস্কারের অভাবে ওয়ার্ড পর্যায়ে অনেক সড়ক নষ্ট হয়ে আছে। বৃষ্টিতে সড়কগুলো কাদার রাস্তায় পরিণত হয়।
আবহাওয়া অফিস জানায়, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে সন্দ্বীপে ৯০ মিলিমিটার ও সীতাকুণ্ডে রেকর্ড হয় ৮৬ মিলিমিটার। গতকাল আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাতায় চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে চট্টগ্রাম, কঙবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার (আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত) পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, আজ বুধবার আকাশ মেঘাচ্ছন্নসহ অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।