দিনভর উত্তেজনার পর মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষ। এসময় উভয় পক্ষ ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে এই সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবদমান দুই পক্ষ ক্যাম্পাসে বিজয় ও সিএফসি নামে পরিচিত। এতে প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। রাত ২ টায় এ রিপোর্ট লেখার সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয় গ্রুপের নেতা ইলিয়াস বলেন, পূর্ণাঙ্গ কমিটি বানচাল করার জন্য সভাপতির লোকেরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। অপরদিকে সংঘর্ষের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল। তিনি বলেন, বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। আমি ক্যাম্পাসের বাইরে আছি, জেনে বলবো।