দায়িত্ব পালন করবেন ২০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

চসিক নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন অপরাধ আমলে নিয়ে বিচারকার্যক্রম পরিচালনার জন্য ৪১টি ওয়ার্ডে বিশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণের আগের দুইদিন থেকে পাঁচদিন দায়িত্ব পালন করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে জুডিশিয়াল ম্যাজিস্টেটদের নিয়োগের কথা জানান। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহীনুর আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখিত নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের হোসেন মোহাম্মদ রেজা, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আঞ্জুমান আরা, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের কৌশিক আহম্মদ খন্দকার, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারাফ উদ্দিন আহমদ, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দীন খান, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাহী, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধএখনো পৌঁছেনি মাধ্যমিকের প্রায় অর্ধকোটি বই