দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৪২ পূর্বাহ্ণ

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে গতকাল বৃহস্পতিবার সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় সিএমপি কমিশনার নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন। তাছাড়া করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে সবাইকে দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের পুলিশ সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধতামারা