দানব বধ

নাছিম আখতার রিনা | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

এখন কি এভূমে, দানবের চাষ হয়? যদি মানুষ হও, অস্ত্র হাতে নাও। দানবের শাস্তি-দানবীয় রূপে দাও। ধর্ষিতা আর কেউ নয়, তোমারি আপন জন হয়। রুদ্র চোখে শুধু লেখার-এখন সময় নয়। দানবের জয় জয়াকার-তোমার অহংকার হয়? তবে কি জাহেলিয়াতের যুগ ফিরে পেতে চাও? মিথ্যা সভ্যতার গল্প-মিথ্যা অভিনয় থামাও। তোমাদের কাছেই যদি নিরাপদ নয়। মা বোন বলেই তবে সুবিধা নাও? পশুর চারণ ভূমি যদি এ সমাজে রবে, মানব কূল তবে যাবে জঙ্গলে, গুহায় আবাসনে? এ লজ্জা কার? এ রাষ্ট্র কার? এখনি রোধীতে হবে, বধিবে জানোয়ার। আজ সকলের হোক এই অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের স্বর্গরাজ্য এখন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধধর্ষণের বিচার