দাঁড়িয়ে আছি স্টেশনে

নূরুল আলম জিল্লু | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চলন্ত অজগরের মতো

যে ট্রেন ছুটে চলেছে

সমান্তরাল পথে,

অনন্তকালের যাত্রী হয়ে

দাঁড়িয়ে আছি স্টেশনে

নিজের অজান্তে ।

পূর্ববর্তী নিবন্ধজীবনের পদাবলি
পরবর্তী নিবন্ধবিদ্যাদেবী সরস্বতী