দশ প্রতিষ্ঠানকে পরিবেশের ১৩ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

পাহাড় কাটা, পুকুর ভরাটসহ পরিবেশ ছাড়পত্র না থাকায় ১০ প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার চট্টগ্রামস্থ পরিবেশ অধিদপ্তারে শুনানি শেষে এ রায় দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মফিদুল আলম।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডের এস এস ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা, পাহাড় কাটার অপরাধে কক্সবাজারের নুরুল আমিনসহ চারজনকে দুই লাখ টাকা, নোয়ালখালীর বেগমগঞ্জের হাফেজা ব্রিককে পরিবেশ ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা, পুকুর ভরাটের অপরাধে বি. বাড়িয়ার আজিজ মিয়াসহ নয়জনকে ৬০ হাজার টাকা, পাহাড় কাটার দায়ে কক্সবাজারের মো. হানিফসহ দুইজনকে দুই লাখ ২৫ হাজার টাকা, নুরুল আমিনকে তিন লাখ টাকা, রাঙ্গুনিয়ার রানীরহাটের শাহ জালাল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, ফৌজদারহাটের মেরিনো লিমিটেডকে ৫০ হাজার টাকা, কঙবাজারের ৯নং ওয়ার্ডের রফিকসহ তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ল ২১ বসতঘর ও তিন দোকান
পরবর্তী নিবন্ধখানদীঘি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা