ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দলের চেয়ারম্যান এম এ মতিনের নেতৃত্বে গতকাল রোববার ফটিকছড়ির নাজিরহাট, সুয়াবিল, হারুয়ালছড়ি, কাঞ্চননগর, বিবিরহাট, ফরহাদাবাদসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ফেনী, হবিগঞ্জ, মিরসরাইসহ বন্যা কবলিত দেশের নানা জেলা–উপজেলায় ইসলামী ফ্রন্টের মানবিক টিম প্রতিদিন শত শত বন্যার্তদের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করে আসছে। হালদা নদীর নাজিরহাট সংলগ্ন ভাঙ্গা বেড়ি বাঁধও পরিদর্শন করেন এম এ মতিনসহ নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে মাওলানা এম.এ মতিন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ আজ বিপর্যস্ত। বন্যার তোড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসাসহ নানা স্থাপনার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বহু রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই সরকারসহ দল মত নির্বিশেষে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি। তিনি অবিলম্বে বিধ্বস্ত রাস্তাঘাট নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত বাড়ি–ঘরগুলো সরকারি উদ্যোগে তৈরি করে দিতে সরকারের পদক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তৈয়ব আলী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মাস্টার আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকি, অধ্যাপক আব্দুর রহিম মুনিরি, এডভোকেট আবদুল হামিদ, আব্দুন নবী আলকাদেরী, সোহাইল উদ্দিন আনছারি, মুহাম্মদ ইব্রাহিম খলিল, আজাদ হোসাইন, মঈনুল আলম চৌধুরী,হাফেজ আব্দুল লতিফ, আরিফুর রহমান, সেকান্দর মিয়া, অহিদুল আলম, রবিউল হোসাইন সুমন, মুজাম্মেল হক শাহেদ, আবুল ফয়েজ তুহিন, মামুন মেম্বার, ফয়সাল, আসগর, সৈকত, সাইদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।