দলীয় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন চায় ইসলামী ফ্রন্ট

বোয়ালখালী শাখার সাধারণ সভায় বক্তারা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সাধারণ সভা গত শুক্রবার বিকেলে পৌরসভার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ সভাপতি কাজী ওবাইদুল হক হাক্কানী, মঈনুল আবেদীন, জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা সোহাইল আজাদ, জসিম উদ্দিন, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, সৈয়দ ফকরুদ্দীন, এসএম মমতাজুল ইসলাম, রফিকুল ইসলাম সিকদার, স.ম আমানত উল্লাহ শেফু, শওকত হোসেন ফারুকী ও মাওলানা আমানত উল্লাহ।
সভায় বক্তারা বলেন, সুশাসন, ন্যায় বিচার ও সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী ফ্রন্ট। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রার্থী তালিকা সংগ্রহের ব্যাপারে দলীয় নির্বাচনী সেল গঠন করা হয়েছে। দলীয় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন চায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সভায় আরো বক্তব্য দেন জহিরুল ইসলাম, আলী আকবর, আবু তাহের, জামাল উদ্দিন, আবদুল্ল্‌াহ আল মামুন, ইসতিয়াক, আরিফুল হক, সাজ্জআদ হোসেন রানা, আবু সৈয়দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ফের প্রবাসীর বসতঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৩৯০ জন খামারী পেলেন গো খাদ্য