‘দর্পণের সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা’

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘর অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা’। দর্পণ সভাপতি নাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন চবি সঙ্গীত বিভাগের অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ, দর্পণের পরিচালক শাহেদা নাসরিন এবং মোহাম্মদ ইউসুফ বাবু। অনুষ্ঠানে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন্য প্রধান অতিথি রাশেদ রউফকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালক ছিলেন চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হানিফ মিয়া। অনুষ্ঠানের পরেই দর্পণ আয়োজিত দু’মাসব্যাপী প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে অদ্রি মিয়ান অপার উদ্বোধনী নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত সঙ্গীতশিল্পী হিসেবে ছিলেন লাকী দাশ। আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু, দেবাশীষ রুদ্র, নিশাত হাসিনা শিরিন, সেলিম রেজা সাগর, এহতেশামুল হক, শবনম জামিল চৌধুরী এবং আবু আবিদ। বোধনের সঞ্জয় পালের গ্রন্থনা ও নির্দেশনায় প্রযোজনা ‘শোন একটি মুজিবরের থেকে’। একক আবৃত্তি করেন নন্দিনী কর্মকার প্রাচী, সৈয়দা মাহমুদা হক তাসনিম, সাইফুল ইসলাম, শেখ ওয়াসিউর রহমান শাফিন, সৈয়দা হুজ্জাতুন নূর, আসমা আক্তার, মিজানুর রহমান তালুকদার এবং মৃদুল ইসলাম। দ্বৈত আবৃত্তি করেন মাহমুদা তাসনিম ও মৃদুল ইসলাম, সাইফুল ইসলাম ও নন্দিনী কর্মকার প্রাচী। একক সঙ্গীত পরিবেশন করেন সৈয়দা হুজ্জাতুন নূর, মারুফ সিকদার, সৈয়দ হাসান মেগদাম এবং এ কে এম কৌশিক আহমেদ। বাউল সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী ড. হানিফ মিয়া, যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তবলায় সৈয়দ হাসান মেগদাম, দোতরায় মারুফ সিকদার, বাঁশিতে রুবেল দাশ এবং হারমোনিয়ামে সৈয়দা হুজ্জাতুন নূর। সঞ্চালনায় ছিলেন নাহিদ নেওয়াজ এবং নন্দিনী কর্মকার প্রাচী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার মানুষের ভোটাধিকার ধ্বংস করে দিয়েছে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু মেধা-মননে ধারণ করতেন সাহিত্য