দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত

ইফতার মাহফিল ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) মাসিক ফাতেহা এবং ইফতার মাহফিল গতকাল মহানগরীর পুরাতন টিএন্ডটি রোড আন্দরকিল্লাস্থ আজিজিয়া কাজেমী ট্রাস্ট ভবনে খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মৌলভী মাহবুবুল আলম, মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা বেলাল উদ্দীন নোমানী, মাওলানা ইয়াছিন আনসারী আলমাদানী, শাহজাদা মাওলানা মুহাম্মদ গোলাম কাদের, মাওলানা ওমর ফারুক নঈমী, আবু মুহাম্মদ আরিফ, মাওলানা মুফতি আইয়ুব আলকাদেরী, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, শাহজাদা মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা খাজা আহমদ তালুকদার, মুহাম্মদ এজহারুল ইসলাম ইমন, মুহাম্মদ নুরুল ইসলাম, মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিন, আলহাজ্ব ইয়াছিন দুলাল, মুহাম্মদ ইউসুফ কামাল, এমরান হক বাবুল, মাওলানা আজগর হোসাইন, মাওলানা সৈয়দ এমরানুল হক প্রমুখ।

পাটানটুলী চৌমুহনীতে আমানত খান : পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের গরিব ও অসহায় পরিবারের মধ্যে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ বিতরণ করেছে মৌলভী আমানত খান পরিবার। শনিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর পাটানটুলী চৌমুহনী খান বাড়ীতে মৌলভী আমানত খান বিএল পরিবারের পক্ষ থেকে ৫ শত পরিবারের মধ্যে এ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও আকমাম খান। প্রতিটি পরিবারকে মুরগী, চাল, আলু, তেল, চনাবুট, পিয়াজসহ সেহরি ও ইফতারির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় নিয়াজ মোহাম্মদ খান বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। অসহায়, হতদরিদ্র এবং দিনমজুর মানুষেরা অতিকষ্টে জীবনযাপন করছে। তাই মানুষের কষ্ট লাঘবে আমানত খান পরিবারের পক্ষ থেকে তাদের পাশে দাড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানের ১ম দিন এমন আয়োজন শুরু করা হয়। আগামী দিনেও এই কর্মসূচী অব্যাহত থাকবে। এসময়ে এই উদ্যোগে কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন আমানত খান পরিবারের সদস্য সালাউদ্দিন খান, আজম খান, আরমান খান, ফারহান খান, সমাজ সর্দার রফিক মেম্বার, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির উদ্দীন প্রমুখ।

৪১নং ওয়ার্ড বিএনপি : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অদ্য ১৬ মার্চ ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু চৌধুরী। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি জসিম উদ্দীন মিল্কী। এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সহ সভাপতি মোঃ ইউছুপ, আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, ৪১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল হুদা, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক আলী ওসমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কাজী জিয়া উদ্দিন সোহেল, মোঃ হোসেন রানা, মঞ্জুর ইসলাম লিটন, নিজাম উদ্দিন, জাহিদ, জুয়েল, ইকবাল, নঈম উদ্দিন, শাহিনুর, ওসমান, মামুনুর রশীদ লিটন, মোঃ মূসা, ইকবাল, শান্ত, জসিম উদ্দিন, আলম প্রমুখ।

যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ফিরিঙ্গীবাজার আরসি চার্চ রোডস্থ বান্ডেল সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাসান মুরাদ বিপ্লব, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, শিরিন আকতার, বুবলি ভট্টাচার্য্য, রুমি দাশ, ফরহাদ আব্দুল্লাহ্‌, মোঃ শরীফ, জাহিদুল আলম, সাজিবুল ইসলাম সজিব, মাকসুদুর রহমান, বিভূ দেব নাথ, মোঃ রুকন, আব্দুর রহিম, মোঃ রাসেল হোসেন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, হারুনু রশিদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, আব্দুল্লাহ্‌ আল মামুন, বিনয় দে, প্রান্তি ভট্টাচার্য, মল্লিকা ভৌমিক, রুবি আক্তার, মোঃ অভি, জাহিদ হাসান, মোঃ রবিন, সুমন দাশ প্রমুখ।

বহদ্দারহাট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৩০০ শতাধিক রোজাদার পরিবারের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন যুব সংগঠক ও বহদ্দারহাট একতা ক্ষুদ্রফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল। গতকাল রবিবার বিকেলে বহদ্দারহাট চত্বরে প্রায় ৩০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। ছাত্রলীগ নেতা আকিল ইবনে হাবীবের সঞ্চালনায় এ সময় মোহাম্মদ নাছির উদ্দীন মনিক, মোহাম্মদ হোসান, মোহাম্মদ তছকির মোহাম্মদ রুবেল, আসিফ হোসাইন সিফাত, শাহাদাত হোসাইন রিফাত, আজাদ, শুভ, মেহেদী হাসান, শাকিল হৃদয়, মহিউদ্দিন, বাবু, কাইসার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সুমন সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসসি ’৮৫ চট্টগ্রাম : পবিত্র রমজান উপলক্ষে মোহরা একেখান ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে এসএসসি ’৮৫ চট্টগ্রাম। রবিবার (১৭ মার্চ) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ’৮৫ চট্টগ্রামের বন্ধু বিজয় শেখর দাশ, ক্যাপ্টেন জামান সেলিম, সারাহ তানভি, এম জসিম উদ্দিন, সৈয়দ মুরাদ, এনামুল কবির মিটু, হাদিদুর রহমান, এম জাহিদ উল্লাহ, এনসেলম মার্টিন, মো. আলমগীর হোসেন, সালেহ উদ্দিন সালু, সুব্রত সেন গুপ্ত, দেওয়ান শওকত, সুমন মুতসুদ্দি, ফজলুল রহমান স্বপন, মো. আবুল হাসেম প্রমুখ। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ছোলা, ডাল, চিনি, চিড়া, লবণ, সয়াবিন তেলসহ নানা সামগ্রী। ইফতারসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ এসএসসি ’৮৫ চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুল প্রধান কাজী নাসিরুল হক, শিক্ষিকা পারভীন চৌধুরী ও এসএসসি ৮৫ চট্টগ্রামের বন্ধু ও স্কুল শিক্ষিকা নন্দিতা চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধএসো কিংশুক ফাগুনে
পরবর্তী নিবন্ধসিরাজুল হক