দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

বিভিন্ন সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পবিত্র রমজান আমাদেরকে একদিকে সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। একই সঙ্গে ধনী-গরিবের ব্যবধানও ঘুচিয়ে দেয়। এসময় সমাজের বিত্তশালীদের গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষা উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে দেশের প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীকে মানবিক হওয়ার শিক্ষা দিয়েছেন। দুঃসময়ে এ দেশের গরিব-অসহায় মানুষের পাশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ থাকে না। ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র-সংসদ ও ছাত্রলীগের সাবেক জিএস সাজ্জাদ হোসেনের ব্যবস্থাপনায় এবং হোসেন সিরাজী রাসেল হুমায়ুন ও রশিদ রাসেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর কমান্ডার, শওকত আলী, সিরাজুল ইসলাম, হাজী মুনীর সর্দ্দার, মাহবুবুল হক সুমন, খলিলুর রহমান নাহিদ, এনামুক হক মিলন প্রমুখ।


পাহাড়তলী ওয়ার্ড : ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সুরঞ্জিত বড়ুয়া লাভু, রোমানা আক্তার চৌধুরী, আবদুল হাকিম, রাজেশ বড়ুয়া, সৌমেন বড়ুয়া, মো. ফয়সাল, মো. রেজাউল করিম রিটন, মুমিনুল হক প্রমুখ।


চকবাজার ওয়ার্ড : নগরীর কাতালগঞ্জ ও চকবাজার এলাকায় ফুটবল খেলোয়াড়দের মাঝে গত ১৮ এপ্রিল চকবাজার একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। মোহাম্মদ নাসির উদ্দীনের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কিশোর দত্ত মানু, এ এস এম শরীফ টুটুল, কাউন্সিলর নুর মোস্তফা টুনু, ফরমানুল বারী, গণেষ দত্ত, আসাদুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, জিয়া উদ্দিন, মোসাদ্দেক বিল্লাহ শামিম, মনিরুল হক চৌধুরী মানিক, ইকবাল উদ্দিন প্রমুখ।


জমির হোসেন ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের পাহাড়তলী ইউনিয়নের হাজী জমির হোসেন ফাউন্ডেশন দুই শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছে। গত সোমবার ইউনিয়নের শেখপাড়া গ্রামে ফাউন্ডেশন কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। সমাজসেবক হাজী আহমেদ বশরের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাদের, মাহমুদুল ইসলাম মো. তানজিল, উপজেলা ছাত্রলীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ।


পাঁচলাইশ থানা ছাত্রলীগ : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবর্তক মোড়ে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলী জনি। উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ নেতা মো. হোসেন রবিন, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জহির, মোহাম্মদ মহিন, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জয়, মোহাম্মদ রাব্বি, রিহান মোশারফ প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কাজী সালাউদ্দীন লাভলুর ব্যবস্থাপনায় লালখান বাজার ইস্পাহানী মোড়ে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আঞ্জুমান আরা, শেখ মহিউদ্দিন বাবু, জাহিদ হাসান রাসেল, মাসুদ রানা ভূইয়া, আলমগীর হোসেন, আব্দুল কাদের, মোহাম্মদ দেলোয়ার, মঈনউদ্দিন আহমেদ মহিন, শরিফ হোসেন, আবদুল হালিম রুবেল, শাহিন চৌধুরী, নাহিদ হোসেন রাসেল, তাসনিফ আহমেদ সাগর, মোহাম্মদ আলাউদ্দিন, নাজিম উদ্দিন, মোহাম্মদ মাসুদ, হোসেন মাহমুদ সেলিম, অর্পব দাশ, রনি চৌধুরী, হৃদয় প্রমুখ।

গাউছিয়া কমিটি রাউজান উত্তর শাখা : রাউজান প্রতিনিধি জানান, গাউছিয়া কমিটি রাউজান উত্তর শাখায় ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও দুস্থ পরিবারে ইফতার বিতরণ গত ১৯ এপ্রিল পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হায়দরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। কর্মসূচি উদ্বোধন করেন গাউছিয়া কমিটির মহাসচিব শাহজান ইবনে দিদার। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা শাখার দাওয়াতে খাইর সম্পাদক আবদুল খালেক আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ হোসেন কোম্পানী, কাজী মোহাম্মদ লোকমান, কামরুল আহসান চৌধুরী, মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, আবদুল মান্নান চৌধুরী, কেএম ওমর ফারুক,জয়নাল আবেদীন, এমএমতিন, হাজী মোহাম্মদ শফি, শাহ আলম, বাদশা মেম্বার, আবদুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ছাত্রদের তৈরি সৌরচালিত ই-ভেহিক্যাল
পরবর্তী নিবন্ধ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ এর টিজারে চমক