দরিদ্র জনগোষ্ঠীকে বিনা পয়সায় আইনের সেবা দিতে হবে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তারের সভাপতিত্বে বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (বেসরকারী বিশ্ববিদ্যালয় বিভাগ) মো. ওমর ফারুখ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। প্রধান অতিথি বলেন, কর্ম জীবন শুরুর আগে থেকেই সমাজের সর্বক্ষেত্রে আইনের ছাত্র হিসেবে আইন এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। শুধু উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষিত হলে হবে না। নিজেকে একজন সফল মানুষ হিসেবে তৈরি করতে হবে। যে যেখানে যে দায়িত্বেই থাকবেন অবশ্যই সেখানে আইন মেনে কাজ কাজ করবেন। দরিদ্র জনগোষ্ঠীকে বিনা পয়সায় আইনের সেবা দিতে হবে। তিনি শিক্ষা ও স্বাস্থ্য সেবায় জনগণের জন্য বিজিসি ট্রাস্ট প্রতিষ্ঠা করায় বিজিসি ট্রস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উপাচার্য প্রফেসর বলেন, ছাত্র-ছাত্রীরা এখান থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত জোট
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গিয়াস উদ্দিনের (রহ.) ওরশ আজ