সারা জীবনের কীর্তিগাথা ও
দরাজ কণ্ঠ ভাষণে
জাগ্রত তুমি এ জাতির মনের
চির উন্নত আসনে।
এই ভাষণের আছে মোহ সুধা
আছে আহবান বাণী
রেসকোর্স মাঠে আঠারো মিনিেেট
হয়েছে তা জানাজানি।
এগার’শ পাঁচ শব্দে গাথা এ
আবেগ জড়ানো বাণীতে
এমন কি ছিলো মরিয়া বাঙালি
ছুটে গিয়েছিল জানিতে?
জেনেছিল তারা মেনেছিল তারা
ধারণ করে তা ক্ষুব্ধে
যার যা যা ছিলো সাথে নিয়ে সব
ঝেঁপে পড়েছিলো যুদ্ধে।
সাত-ই মার্চের এ ভাষণ শুনে
শত্রু মুক্ত করতে
পিছ পা হয় নি মা মেয়েরাও
বুলেটের মুখে পড়তে।
জাতি ভেদাভেদ বর্ণ বিভেদ
কিছুই ছিলো না আর
ভাষণের পরে পার হতে তারা
মুক্তির পারাবার।