গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী বলেন, রাসূল (দ.)’র মাথা মোবারক থেকে চরণ মোবারক পর্যন্ত প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের আকৃতি-প্রকৃতি রূপগুণ, ফযিজল বরকত ও মু’জেযায় পরিপূর্ণ। তিনি গতকাল রবিবার দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (দ.) ময়দানে আন্তর্জাতিক ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের নবম দিবসে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী, আল্লামা মুফতী শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী, আল্লামা গোলাম শায়েস্তা খান আজহারী, শাহজাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ বোরহান উদ্দিন হাশেমী, মাওলানা ইদ্রিছ আনছারী আলকাদেরী, মো. তৌহিদুল কাদের, মাওলানা আব্দুশ শাকুর আনসারী, কাজী মাওলানা মোরশেদ কাদেরী। সেমিনারের দ্বিতীয় অধিবেশনে খতমে কাছিদায়ে নোমান শরীফ পরিচালনা করেন সৈয়দ মাওলানা সালাউদ্দিন তায়ফুর কাদেরী, এস এম শফি, সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ চিশতী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন বাহাদুর। প্রেস বিজ্ঞপ্তি।