দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার বাজালিয়া : ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সাতকানিয়ার বাজালিয়ায় শারদীয় দুর্গাপূজায় বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বাজালিয়ার প্রতিটা পূজামণ্ডপে এই বস্ত্র বিতরণ করেন সাতকানিয়া উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত।
সমাজসেবক সাইফুল ইসলাম : সমাজসেবক সাইফুল ইসলামের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগরের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারের হাতে জেমসেন হল পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণের মাধ্যমে অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা আ.লীগ নেতা ও সমাজসেবক সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, রাজীব দাশ, এডভোকেট নিখিল নাথ, সুমন দেবনাথ, বিপ্লব সেন, প্রকাশ দাশ অসিত, জয় প্রকাশ দত্ত, মিঠুন মল্লিক, অতীশ মজুমদার ও সাইফুল আলম খোকন। প্রেস বিজ্ঞপ্তি।

বোয়ালখালী পৌরসভার মেয়রপ্রার্থী শফিউল : বোয়ালখালী পৌরসভা মেয়র পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিউল আলম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আ.লীগের সদস্য এয়াকুব নবী, আ.লীগ নেতা আব্দুল করিম ড্রাইভার, আলী আজগর, মোহাম্মদ মানিক, রাসেল তালুকদার, মনছুর আলম, মো. ফারুক, জাবেদ হোসেন, এম.জাহাঙ্গীর রেজা, রহিম তানভীর, মো. আলমগীর, মো. ওসমান, ইকবাল হোসেন টিটু, নুরুল আলম নুরু, জালাল উদ্দিন সোহেল, মিজান, মোহাম্মদ তারেক, বাবু, মোহাম্মদ এমরান, অন্তর, আকিব প্রমুখ।

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসিন : নগরীর পিলখানা, মুরাদপুর, ১নং রেলগেইট নবজাগরণ সংঘ, গৌরাঙ্গ বাড়ি সহ শুলকবহরের বিভিন্ন পূজামণ্ডপে বিশুদ্ধ খাবার পানি ও মাস্ক বিতরণ করেছেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহম্মদ মহসীন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনি সেন। অর্থ সম্পাদক স্বদেশ ভট্টাচার্য মান্নার পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা পূজা কমিটির সহ সভাপতি কৃষ্ণা, রাধা, মুরাদপুর ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক প্রিয় লাল গোস্তমী, বাপ্পু দে, সান্টু বোস জনি, রুবেল দেব, অনিক চৌধুরী বাপ্পী, সায়মা চৌধুরী, মনোজ দা, রমেশ, অশোক, নিশান, শাহাজান হামেদী, মো. পিন্টু চৌধুরী, পারভীন আক্তার, ঝরনা বেগম, আয়শা আক্তার, শিউলি আক্তার, তৌহিদুল ইসলাম, মো. হোসেন, মো. শাকিল প্রমুখ।
বাঁশখালীতে সমাজকর্মী শ্যামল দাশ : আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, পৌরসভার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ। এ সময় শিক্ষক মনোতোষ দাশ, অঞ্জন চক্রবর্তী, অধ্যাপক প্রদীপ দত্ত, নীলকন্ঠ দাশ, সনজিত ধর,ঋষিকেশ বিশ্বাস,্‌প্রনব দাশ বিধান, আবদুল আউয়াল টিপু, মিশন বিশ্বাস, অভি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সনাতনী সমন্বয় ফোরাম : বাংলাদেশ সনাতনী সমন্বয় ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বাকলিয়া, পাহাড়তলী ও বায়েজীদ থানায় কিছু পুজামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রতন ভট্টার্চায্য, লায়ন দীলিপ কুমার শীল, রতন কুমার নাথ, দুলাল মল্লিক, দেবাশীষ চৌধুরী দেবু , আশিষ কুমার চৌধুরী, খোকন কুমার শীল, রঞ্জন দাশ।

কোলাগাঁও যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলার কোলাগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন যুবলীগ নেতা মাহবুবুল আলম। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরীর নিজস্ব অর্থায়নে ৯টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা ও প্রতিমণ্ডপের ১০ পরিবারকে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাছির আহমদ চেয়ারম্যান, এম এ রহিম, খলিল আহমদ, আবু জাফর মেম্বার, বদিউল আলম তুষার, তপন চক্রভর্তী, ওসমান গনি, বুলবুল হোসেন, রনজিৎ মেম্বার, রফিক হাজী, সমর মাস্টার, আনোয়ার হোসেন মধু মেম্বার, নাজিম উদ্দিন, দিদারুল প্রমুখ।

আনোয়ারা পূজা উদযাপন পরিষদ : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় আনোয়ারা উদয়ন ক্লাবের শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসিম কুমার দেব। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, সুগ্রীব মজুমদার দোলন, সাগর মিত্র, নিউটন সরকার, অনুপম চক্রবর্তী বাবু, জুটন মজুমদার, মিন্টু চৌধুরী, দীপু দত্ত, রনি বল, অনুপম দত্ত, সুভাস সিংহ, রনি সিংহ, সুভ দত্ত, আশীষ চৌধুরী, রাজীব নাথ, টিটু আইচ, আনন্দ মোহন দত্ত ও নিহার দত্ত।
সীতাকুণ্ডের বারৈয়াঢালা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বারৈয়াঢালা ইউনিয়নের ৬টি পুজামণ্ডপের ৩৫০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বারৈঢয়াঢালা ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউপি সদস্য দিদারুল আলম, দেলোয়ার হোসেন, মো. মোমিন, রফিকুল আলম, ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দে, টিটু দে প্রমুখ।

রাউজান পশ্চিম গুজরা : রাউজান প্রতিনিধি জানান, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ পূজার্থীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন। স্থানীয় ইউপি কার্যালয় থেকে এলাকার তিন শতাধিক দরিদ্র পরিবারের নারীদের এই উপহার প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মালেক, মোহাম্মদ রফিক, বোরহান উদ্দিন রুবেল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাইফুল ইসলাম, লিটন, মোহাম্মদ রাশেদ, সাফায়েত হোসেন, তৌহিদ প্রমুখ।
৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোরশেদ : মহানবমীতে ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক কাউন্সিলর ও আ.মীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সদস্য দেবাশীষ নাথ দেবু, প্রিয়লাল গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, বিমল চন্দ্র বড়ুয়া, সাধন চন্দ্র নাথ, গৌরাঙ্গ বাড়ী মহাপ্রভু বিগ্রহ, বাবুল দে, লিটন দাশ, বিশ্বজিৎ দে, যীশু নাথ, সজল দাশ, হাসানুর রহমান, রবেল শীল, মিঠু চৌধুরী, সেন্টু কুমার দাশ, শুভাশিষ চৌধুরী, রাধা চৌধুরী, মিঠু দে, বিকাশ শীল প্রমুখ।

মহিলা কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা : সিক নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ডের আ.লীগ মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা দুর্গাপূজার নবমীতে বাগমনিরাম ওয়ার্ড ও জামালখান ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চন্দন ধর, আবুল হাশেম বাবুল, মিথুন বড়ুয়া, শেখ নাছির আহমেদ, মো. সাহাবউদ্দিন, পিংকু দেব রায়, এস.এম সিরাজ, মো. রকি, মো. রুবেল, অলক দাশ অপু, কাজল চৌধুরী, দেবু ভট্টাচার্য, কৃষ্ণ ভট্টচার্য, দয়াল দাশ, প্রবীর দে, শিশর দে, প্রদীপ দাশগুপ্ত, সাধন দে, দিলীপ দাশগুপ্ত, নারায়ন চন্দ্র দাশ প্রমুখ।

হাটহাজারী: হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়ন রাজচন্দ্র পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা পরিদর্শনে আসেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি উত্তম কুমার শর্মা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, হাটহাজারী উপজেলা পূজা পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, কৃষ্ণ বণিক, বিপুল বণিক, কাজল শীল, নির্মল নাথ, পূজামণ্ডপের সভাপতি রতন কান্তি নাথ, সাধারণ সম্পাদক রনি দাশ রকেট, সাগর দাশ, এড. ঝন্টু কুমার নাথ, ঝিনু দাশ, ডলি শীল, শিপন দাশ, বাবুল চন্দ্র দাশ, রাজেশ দেব।

২নং জালালাবাদ ওয়ার্ড : ২নং জালালাবাদ ওয়ার্ডে বিভিন্ন পূজা মণ্ডপে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়। রেজাউল করিমের পক্ষে ২নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগ নেতা রেজাউল আলম রিপন ও মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ রিদয় এই অর্থ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, ১নং পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ নেতা ঈসমাঈল চৌধুরী, সুজন দাশ, যুগ্ম-সাধারন সম্পাদক ইফতেখার সুজন, প্রবীর দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক আসিফ ইমদাদ, সহ-সম্পাদক নাঈম চৌধুরী, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা জনি রায়, সাব্বির, রিপন, দিদারুল আলম রাকিব, রায়হান সায়েম, মাসুদ, রাকিব, শাহীন, মিজান, ওমরগনি এমএইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মিনহাজ

বরমা : চন্দনাইশের বরমাস্থ শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত শনিবার মাইগাতা শম্ভু-লক্ষ্মী কুঠিরে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি শম্ভু দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের নির্বাহী পরিচালক রুবেল দেব। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম, চন্দনাইশ থানার প্রতিনিধি এসআই মাজহারুল হক, ট্রাস্টি লক্ষ্মী দেব, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বলরাম চক্রবর্তী, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার কল্যাণ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে দুইশতাধিক দুস্থ ব্যক্তিকে শাড়ি, লুঙ্গি, শার্ট ইত্যাদি বস্ত্র ও সাবান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার শারদীয় উপহার হিসেবে প্রদান করা হয়।

কাউন্সিলর প্রার্থী অধ্যাপক মো. ইসমাইল : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১১ নং ওয়ার্ডের উত্তর নাথপাড়া, বনিক পাড়া, লক্ষী মহাজন বাড়ী, হরিমন্দির, স্বারসত কুটির ,কালি মাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও চসিক নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল। এসময় তিনি স্থানীয় পূজা পরিষদ নেতৃবৃন্দ ও সনাতন সমপ্রদায়ের মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পরে শারদীয় উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্তিত ছিলেন আওয়ামী লীগ নেতা হানিফ, এমদাদ, নিধু শীল, আক্তারুজ্জামান চৌধুরী, হাসান, যুবলীগ নেতা একে এম শরীফ, নজরুল ইসলাম সোহেল, হাজ্বী মন্‌জু, বাবুল দেবনাথ, মিন্টু দাশ, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, টুটুল, শাহীন, ফাহিম, আকবর প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদরবারে হাশেমীয়ায় সেমিনারের নবম দিবস অতিবাহিত
পরবর্তী নিবন্ধরফিক-উল হকের মৃত্যুতে ইউনূসের শোক