দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

উখিয়ায় রান্না ঘরে আগুন

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রান্নার গ্যাসে অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল পর্যন্ত একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে মৃত আজগর আলীর পুত্র নুর আলম (৫৯), তার স্ত্রী দিল বাহার (৫১), শিশু পুত্র হাফিজুল মোস্তাফা (৭), নুর মোস্তাফা (৮), আনোয়ার মোস্তাফা (১২) রয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে নুর মোস্তফা ও বিকেল ৬ টার দিকে দিল বাহারের মৃত্যু হয়েছে বলে এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার সকালে রান্নার সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঐ রোহিঙ্গার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গৃহকর্তা নুর আলম, তার স্ত্রী, তিন ছেলে এবং পাশের ঘর থেকে আগুন নেভাতে আসা এক রোহিঙ্গা নারীসহ মোট ছয় ৬ জন অগ্নিদগ্ধ হয়। নিহত পাঁচ জনেরই চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অপর প্রতিবেশী নারী দিলমাস খাতুন (৪০) নিজ ঘরে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানায়।উল্লেখ্য, গত ১২ মে সকালে উখিয়ার কুতুপালং ১/ ইস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকে নুর আলমের ঘরে এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকমলো পাম তেলের দাম অপরিবর্তিত সয়াবিন
পরবর্তী নিবন্ধকুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার