বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর হঠাৎ করে দেশে সুযোগ সন্ধানী দখলবাজ ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়কতার সুযোগে এরা সাধারণ মানুষকে জিম্মি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। এই ছাড়া সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত হয়ে শান্তির বাংলাদেশে অশান্তির দাবানল সৃষ্টির উস্কানী দিচ্ছে। জনগণের জান–মাল, ভ্রাতৃত্ববোধ, দেশের স্থিতিশীলতা ও স্বাধীন বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে দখলবাজ, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য আহবান জানাচ্ছি।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড,
মতিয়ারপোল, চট্টগ্রাম