দখলকৃত সরকারি ভূসম্পদ উদ্ধারে সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে

মোহাম্মদ ইউসুফ | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আমাদের দেশের পাহাড়-পর্বত, নদী- নালা-খালছড়া (সরকারি খাস জায়গা)প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও চিহ্নিত ভূমিদস্যুরা নামে-বেনামে দখল করে রেখেছে; এরা দেশ ও জাতির শত্রু। রেল, বনবিভাগসহ সরকারি বিভিন্ন বিভাগের হাজার হাজার হেক্টর জায়গা যুগের পর যুগ সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের যোগসাজসে দখল করে রাখার ঘটনা ওপেন-সিক্রেট। জাতীয় সম্পদ এভাবে মুষ্টিমেয় লোক অবৈধভাবে ভোগদখলে রাখবে- তা হতে পারে না। বহিঃশত্রুর হাত থেকে দেশরক্ষার পাশাপাশি জাতীয় ভূসম্পদ রক্ষার্থে জবরদখলকারীদের উচ্ছেদেও সরকার সেনাবাহিনীকে কাজে লাগাতে পারেন। কোন্‌ এলাকায় কোন্‌ জায়গা কার দখলে আছে, দখলদারের নামসহ তালিকা করা কঠিন কোনো কাজ নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মহৎ উদ্যোগটি নিলে দেশ ও জনগণ দারুণভাবে উপকৃত হবে এবং ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন

পূর্ববর্তী নিবন্ধএকি প্রাইভেট পড়ার বিজ্ঞাপন : অভিনব
পরবর্তী নিবন্ধদেশের শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখা নয়