নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা এল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে সহায়ক হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিন সালমানের ভিশন ২০৩০ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং তেলের ওপর সৌদি আরবের অর্থনীতির নির্ভরতা কমানোর জন্য একটি সংস্কার পরিকল্পনা।
খবরে বলা হয়েছে, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তির মতো বিশেষায়িত পেশায় মেধাবী ও চৌকস বিদেশিদেরকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে। পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এর লক্ষ্য।
সৌদি আরবে বিদেশিদের জন্য সাধারণত নবায়নযোগ্য ভিসায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।