উৎসাহ–আনন্দ–বিনোদন আর বর্ণিল আয়োজনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ–২০০১ এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২৭ জানুয়ারি (শুক্রবার) সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন। পরে ২০০১ ব্যাচের বন্ধুদের নিয়ে গাড়ি যোগে আনোয়ারার পারকি বীচে খেলাধুলা, নাচ–গান, বিনোদন–আড্ডার আয়োজন করা হয়।
এতে ২০০১ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা মো. আনিসুর রহমান, মো. জাবেদ, মো. রাজু, মো. জাহাঙ্গীর, মো. তৈয়ব প্রমুখ। দিনব্যাপি আয়োজনে আরও ছিল টিশার্ট বিতরণ, হৈ–চৈ, আড্ডা, প্রীতি ফুটবল–ক্রিকেট ম্যাচ এবং পুরস্কার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।












