দক্ষিণ দলইনগর প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে নতুন ভবন

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো টিনসেট ভেঙে নতুন দ্বিতল ভবন করা হচ্ছে। যদিও এ বিদ্যালয়ে দেড় দশক আগে তিন কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল বিভাগ। এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিকে বিদ্যালয়টির কার্যক্রম বাঁশের বেড়ার ঘরে শুরু করা হয়। পরবর্তী সময়ে শিক্ষা কার্যক্রম চালু করা হয় সেমিপাকা টিনসেট ঘরে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন দিলু বলেছেন, প্রাচীন এ বিদ্যালয়টির উন্নয়নে কাজ করছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। পুরনো টিনসেট ভেঙে প্রায় ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়ে নতুন ভবন করছেন। বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। তিনি জানান, করোনাকালেও শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সাংসদের দেয়া বরাদ্দের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগীদের আর্থিক সহায়তায় বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। বিদ্যালয়ের দেয়াল সাজানো হয় শিশুদের আকৃষ্ট করার মত কার্টুন ছবি ও বর্ণমালা দিয়ে। সংযুক্ত করা হয়েছে নিজস্ব সাউন্ড সিস্টেম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজানের এ বিদ্যালয়সহ ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি এখন আধুনিক অবকাঠামোসহ সুযোগ-সুবিধার আওতায় এসেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে ডিসি