রাঙ্গুনিয়ায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে ডিসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মুজিববর্ষে রাঙ্গুনিয়ায় ভূমি ও গৃহহীন ১শ পরিবার পাচ্ছে নতুন ঘর। আগামী মাসের প্রথম সপ্তাহে এসব ঘর ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের উত্তর ঢেমিরছড়া বউলপুর এলাকায় ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, বেতাগী ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলম, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম সরওয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ দলইনগর প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে নতুন ভবন
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে অসচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ