বাঁশখালী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে একদিনের সময় দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। গতকাল রোববার দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভায় বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম তার বক্তব্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদের অসহযোগিতার কারণে ইউনিয়ন কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাকসুদকে একদিনের মধ্যে সমস্ত ইউনিয়ন কমিটি গঠন করে জমা দেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে তাজুল ইসলামকে সভাপতি ও মো. মাকসুদকে সাধারণ সম্পাদক করে বাঁশখালী উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।
উত্তর সাতকানিয়ার গোছানো সাংগঠনিক রিপোর্ট : এদিকে গতকালের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা এবং পৌরসভা যুবলীগের কমিটি তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ ৯টি উপজেলা ও পটিয়া পৌরসভার মধ্যে সবচেয়ে গুছানো-চমৎকার সাংগঠনিক রিপোর্ট পেশ করেছেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিস এবং সাধারণ সম্পাদক ওসমান আলীকে ধন্যবাদ জানান।