চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর একটি হোটেলের হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। মো. দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, বিশেষ বক্তা সাধনা দাসগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ফজলুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোন্তাজ উদ্দিন ভুঁইয়া, অ্যাড. রিদুওয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্ল্লা, অর্থ বিষয়ক সম্পাদক শেখ মো. ওমর ফারুক, সদস্য জেমস ডি. সিলভা, শাহানাজ প্রধান নাজ, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, উত্তর জেলা তাঁতী লীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ বাদল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিমল দেব। এছাড়া বক্তব্য দেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং প্রত্যেক উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।