নতুন কলা ভবনে চবির আরবি বিভাগ

চবি প্রতিনিধি | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। কলা অনুষদে ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে প্রথমে আরবি বিভাগের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে গত সোমবার থেকে। পরবর্তীতে অন্যান্য বিভাগগুলো স্থানান্তরিত হবে। নতুন ভবনে প্রথম পাঠদান উপলক্ষে আরবি বিভাগের সভাপতি ড. শাযাআত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরবি বিভাগের সভাপতি ড. শাযাআত উল্লাহ ফারুকী বলেন, দীর্ঘদিন পর নানা সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনে স্থানান্তরিত হতে পেরে শুকরিয়া আদায় করছি ও চবি কলা অনুষদের ডীনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানচ্ছি। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ বলেন, আমরা নতুন কলা ভবনে জৈষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন বিভাগকে কক্ষ বরাদ্দ দিয়েছি। প্রথমে আরবি বিভাগ নতুন ভবনে স্থানান্তরিত হয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধমাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ এখন ৪ টাকা