দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার দাবি

আজাদী প্রতিবেদন

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন একই সংগঠনের তার সহযোদ্ধারা (দক্ষিণ জেলা ও তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা)। এই দাবিতে দক্ষিণ জেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে গতকাল বিকালে আন্দরকিল্লা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামালখান প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

 

প্রেসক্লাব চত্বরে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খালেদ মাসুদের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এস এম বোরহান উদ্দিন একজন বিবাহিত। এছাড়া বিভিন্ন ইউনিটে কমিটির নামে পদ বাণিজ্য করাসহ এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে

বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। কিছুদিন পূর্বে এই নারীকে উত্যক্ত করায় তার স্বামী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ইলিয়াছ জাফর প্রতিবাদ করতে গেলে ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে তাকে বেদম মারধর করে। এই ঘটনায় এস এম বোরহানের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়। অবিলম্বে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোরশেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকতার, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিষাণ

চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, সহ সভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, সাংগঠনিক সম্পাদক নয়ন শর্মা, মো. সাজ্জাদ হোসেন, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের জয় দে, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি নন্দন চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক সৌরভ, প্রচার

সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইরফান কাদের, কানুগোপায়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক প্রীতম দাশগুপ্ত, হিমেল চৌধুরী জয়, কাকন সেন, শুভ মহাজন, রায়হান, আলী আজগর, রবিন মজুমদার, শুভ রায়, মোহাম্মদ আবু সায়েম, পূজন দে, আকাশ দত্ত, রিপন বিশ্বাস, নয়ন নাথ, পিয়াল সেন, অমিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাইকারি বাজারে পর্যাপ্ত মজুদ
পরবর্তী নিবন্ধবান্দরবানে পাড়া প্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার