দক্ষিণ চট্টগ্রাম বিখ্যাত আলেম ওলামা ও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মত আলেম–ওলামা ও পীর–মাশায়েখ সহ বহু গুণীজন উপহার দিয়েছে দক্ষিণ চট্টগ্রামে জেলা। অত্র জেলার আলেমগণ অনেক আন্দোলন ও সংগ্রামের রূপকার এবং পুরোধা ছিলেন এবং শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। এমন কি তাদের মধ্যে অনেকেই উপমহাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম ও সুপ্রসিদ্ধ লাভ করেছেন। উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামে অসংখ্য মাদ্রাসা থাকলেও এখানে কোনও সরকারি আলিয়া মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় নেই। সারাদেশে একটি মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী ধর্মীয় বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য অতীতেও এই জনপদের শিক্ষক–ছাত্র, আলেম ওলামা ও পীর মাশায়েখ সহ সাধারণ জনগণ দক্ষিণ চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বারবার দাবী করে আসলেও কোনও সরকারই তা গুরুত্ব কিংবা কর্ণপাত করেনি। বর্তমান সময়ে দক্ষিণ চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী আজ এ অঞ্চলের মাটি ও মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সদস্য,
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।