সাধু সমাচার

হেলাল চৌধুরী | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মশাই, আমি যদি ভণ্ড হই,

আপনি কি আর সাধু!

আংগুর ফল না পেলেই,

তিক্ত লাগে মধু।

আপনার কথায় নাচলে আমি,

বন্ধু চমৎকার!

আপনার মতো বন্ধু পেলে,

শত্রুর কী দরকার।

আমি নাকি খারাপ মানুষ,

আপনি কিসে ভালো!

ঘোমটার তলে খেমটা নাচন

মনটা বেজায় কালো।

মশাই, আপনার চরিত্র নাকি

ফুলের মতো সাদা।

যদিও আপনার শরীর ভরা

হিংসা নামের কাদা।

শিকের নাগাল না পেলে ভাই,

বিড়াল মামাও সাধু।

দুনিয়া জুড়ে সবাই খারাপ,

আপনিই ভালো শুধু!

এখনো সময় যায়নি বয়ে,

মনটা দিয়ে শুনুন।

অন্যের পাপ গোনার আগে,

নিজের পাপ গুনুন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধকে বলেছে হাসতে মানা!