থিয়েটারিয়ানের ‘তার্তুফ’

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ভণ্ডামি, প্রতারণা ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্পে মঞ্চে আসছে নাট্যদল থিয়েটারিয়ানের নতুন নাটক ‘তার্তুফ’। এটি তাদের দ্বিতীয় প্রযোজনা নাটক। ফরাসি নাট্যকার মলিয়ের রচিত ব্যঙ্গাত্মক কমেডি নাটক ‘তার্তুফ’। বিজ্ঞপ্তিতে থিয়েটারিয়ান জানিয়েছে, নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। পরের দিন শুক্রবার একই স্থানে নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বিকাল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়। খবর বিডিনিউজের।

নাটকটির কাহিনীতে দেখানো হবে, অর্গোঁনামের এক বিত্তশালী ব্যক্তি ‘তার্তুুফ’ নামের এক ভণ্ড সাধুকে অন্ধভাবে বিশ্বাস করেন। তার্তুুফ কৌশলে অর্গোঁর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি ও পরিবারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তার্তুুফের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়।

নাটকটির মঞ্চ, আলোক পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ধীমান চন্দ্র বর্মন। সহকারী নির্দেশনা ও সংগীত পরিকল্পনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাদিদ ইমতিয়াজ আহমেদ। এছাড়া পোশাক পরিকল্পনা করেছেন থিয়েটারিয়ানের সদস্য পলি চৌধুরী।

তার্তুুফ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল মামুন, আব্দুল হাই, পলি চৌধুরী, সুমাইয়া বিনতে জামান, ফাহমিদা ফেরদোস শাম্মী, সৌরভ দেবনাথ, হাসিবুল ইসলাম, সাবিহা আফরীন, শ্রীকান্ত মন্ডল, রাহুল মন্ডল, নাসিফ আহমেদ নিপম ও মাহামুদুর রহমান বিজয়। থিয়েটারিয়ানের প্রথম প্রযোজনা ছিল ‘ডেথ অব এ সেলসম্যান’।

পূর্ববর্তী নিবন্ধসিলেটকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধফুল, জীবন ও অপরাধের গল্পে ‘মাটি’