থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় চাঁদের গাড়ির ড্রাইভারের দোষ স্বীকার

গ্রেপ্তার ৬ আসামি রিমান্ড শেষে ফের কারাগারে

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জন আসামিকে দুইদিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকালে বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এ সময় থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহৃত চাঁদের গাড়ির ড্রাইভার কফিল উদ্দিন ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করেন। অপর আসামিরা হলেনলাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), লাল লম থার বম প্রকাশ আলম (৩১) মিথুসেল বম প্রকাশ আমং (২৫), লাল রুয়াত লিয়ান বম (৩৮), ভানলাল বয় বম (৩৩)। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক। তিনি জানান, আসামিদের দুই রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, রুমাথানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকাঅস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তারকৃত এ পর্যন্ত ৭৮ জনকে পুলিশ আদালতের নির্দেশনায় বান্দরবান কারাগারে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআম খাওয়ানোর প্রলোভনে শিশুকে নিপীড়ন, যুবক আটক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান