থাইল্যান্ডের ১৭ স্থানে বিস্ফোরণ, আগুন

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১৭টি স্থানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতের পর দেশটিতে এই হামলা হয়েছে। কর্তৃপক্ষ এটিকে সমন্বিত হামলা বলে ধারণা করছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে। খবর বাংলানিউজের। থাই পুলিশ ও সেনাবাহিনীর বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি। বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মালয়েশিয়া সীমান্তবর্তী প্রদেশগুলোতে বোমা ও আগুন হামলার ঘটনা ঘটে। তিনটি প্রদেশজুড়ে বিভিন্ন ধরনের দোকানপাট এবং একটি গ্যাস স্টেশনকে লক্ষ্যবস্তু করে চালানো এই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। এসব প্রদেশে কয়েক দশক ধরে বিদ্রোহীদের তৎপরতা অব্যাহত রয়েছে। পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত ও সংখলা প্রদেশের কিছু অংশের মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত বিদ্রোহীদের সঙ্গে থাইল্যান্ডের সরকার ছায়াযুদ্ধ করছে। ডিপ সাউথ ওয়াচের মতে, দেশটিতে ২০০৪ সাল থেকে চলমান সংঘাতে ৭ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটুইটারে ভিন্নমতাবলম্বীদের অনুসরণ, সৌদি নারীর ৩৪ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধদিল্লিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা পাবেন ফ্ল্যাট