রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের পরিচালনায় ২০টি ক্লাবের যৌথ উদ্যোগে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় গত শুক্রবার এক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শত দুস্থ রোগীকে বিনামূল্যে বিষেশায়িত চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এছাড়া ও প্রতিটি পরিবারকে কম্বল, সাবান এবং ভ্যাসলিন বিতরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিম, শিশু বিশেষজ্ঞ ডা. বদরুদ্দোজা, ডা. আকবর, ডা. নাজ সোহানী সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান মরতুজা বেগম, রোটারিয়ান কাজী মো.আশেকে এলাহী, রোটারিয়ান এমদাদুল আজিজ, রোটরিয়ান শওকত আউয়াল, মাসুদুর রহমান, জাফর আহমেদ, জসিম উদ্দিন, মো. জুলহাস উদ্দিন, কোহিনুর আকতার,আব্দুল কাদের, মো. সেলিম উল্লাহ, জাহাঙ্গীর কবির, নাজমুল হক, মোশাররফ হোসেন, শিলা করিম, ফাইয়জসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ। চিকিৎসাক্যাম্পে নেতৃবৃন্দ দুস্থ ও সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।