খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া নিজেদের ভাগ্য পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, বিগত দিনে খাগড়াছড়ির ত্রিপুরা নেতারা তাদের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি। এরা ব্যস্ত ছিল নিজেরা সম্পদের পাহাড় গড়তে। তিনি গতকাল রোববার খাগড়াছড়ি টাউন হলে ত্রিপুরা সমপ্রদায়ের হেডম্যান–কার্বারী ও গণমান্য ব্যক্তিবগের্র এক সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়নে ত্রিপুরা সংসদ করেছিল। বিএনপির যখন ক্ষমতায় ছিলো ত্রিপুরা সমপ্রদায়ের উন্নয়নে কাজ করেছে। অথচ বিগত সরকারের আমলে ত্রিপুরা সমপ্রদায়ের একাধিক মন্ত্রী–এমপি থাকলেও তারা নিজ সমপ্রদায়ের জন্য কিছুই করেনি। ওরা শুধু নিজেরা সম্পদের পাহাড় বানিয়েছে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষষদের কেন্দ্রীয় সভাপতি ক্ষণি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক অ্যাডভোকেট শুভ্র দেব ত্রিপুরা,মণীন্দ্র কিশোর ত্রিপুরা ও নারায়ণ ত্রিপুরা প্রমুখ। সমাবেশে জেলার সহস্রাধিক ত্রিপুরা সমপ্রদায়ের নারী–পুরুষ অংশ নেয়।