ত্রিতরঙ্গের গাহি সাম্যের গান

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজন ‘গাহি সাম্যের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় টিআইসির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ হাসিনা জাকারিয়া। বক্তারার বলেন, নজরুল ছিলেন সাম্যবাদী ও অসাম্প্রদায়িকতার কবি। যিনি সবসময় শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। বর্তমান সমাজ ব্যবস্থায় নজরুলের সেই সকল গান কবিতার আরো বেশি চর্চা হওয়া প্রয়োজন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের পক্ষে একক আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন-দেবাশিস রুদ্র, জুহি সেনগুপ্তা, লিপি সেন, মৈত্রী দে, লাবণ্য মুৎসুদ্দী, রাহিয়াতুল জান্নাত প্রভা, ঋতুরাজ চৌধুরী, ভাগ্র্যশ্রী চক্রবর্ত্তী, ইবতিসাম চৌধুরী। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন, মাহবুবুর রহমান মাহফুজ, সঞ্জয় পাল, নাজমুল আলিম সাদেকী সুমন, মেজবাহ চৌধুরী, সুপর্ণা বড়ুয়া, নাহিদ নেওয়াজ, সুষ্মিতা দত্ত, নাজিরা ফেরদৌস মিতু, মৌপিয়া বিশ্বাস, আল-হাসনাত মাসুম শিহাব। নজরুল সঙ্গীত পরিবেশন করেন পিন্টু ঘোষ, শিমু বিশ্বাস ও প্রজ্ঞা পারমিতা বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন ত্রিদিব বৈদ্য। দলীয় আবৃত্তি পরিবেশন করেন সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজয় দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়েব সিরিজ ‘দাফন’ দিয়ে কাজে ফিরলেন শবনম ফারিয়া
পরবর্তী নিবন্ধমিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা