তোমার মতো

মাহাতাব আলম চৌধুরী | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দাদু তুমি কত্তো ভালো,

গল্প তুমি বলো।

তোমার সাথে ঝগড়া করে

লাগে আমার ভালো।

দাদু তোমার লাঠিখানা নিয়ে মারি দৌড়,

দাদু তুমি মারবে বলে করো আদর।

দাদু তোমার চশমা আমি লুকিয়ে রাখি যখন,

সারা ঘরে আমায় খোঁজ চশমা লাগে না তখন।

দাদু তোমার স্টাইলটা লাগে আমার বেশ,

তোমার মতো সেজে আমার আনন্দের নেই শেষ।

দাদু তোমার পানের ডাটা চুরি করে খাই,

দাদু তুমি সব জেনেও চুপ থাক হায়।

তুমি নাকি বড্ড রাগী,

কই মারো না তো আমায়।

তোমার মতো বন্ধু বলো

আর কোথায় পাই।

পূর্ববর্তী নিবন্ধঅসঙ্গতি
পরবর্তী নিবন্ধপ্রান্তিকার শখ