অসঙ্গতি

মোহাম্মদ শামশুদ্দীন হেলাল | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

খুঁড়িয়ে আজ চলছে স্বদেশ

চলছে জীবনধারা,

দশদিগন্তের নিত্য খবর

হৃদয় দিচ্ছে নাড়া।

দ্রব্যমূল্য বাড়ছে শুধু

জীবন চলা দায়,

গরিব দুঃখী গুমরে কাঁদে

দেখার কেউ নাই।

সড়ক পথের বেশ উন্নতি

বাড়ছে দেশের মান,

নিত্য তবু এক্সিডেন্টে

ঝরছে তাজা প্রাণ।

দেশের এখন নেইকো কিছু

দেশটা এখন কার?

যে যেখানে আছেন বসে

সেটাই এখন তাঁর।

দেশটা সবার মায়ের মতো

ভাবটা এমনটাই,

আসলে সে সুযোগ পেলে

দেশটা গিলে খায়।

পূর্ববর্তী নিবন্ধসুভাষ দত্ত : চলচ্চিত্র নির্মাণের অনন্য কারিগর
পরবর্তী নিবন্ধতোমার মতো