তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ

স্কাউটস-গার্ল গাইডস সমাবেশে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানে স্কাউটস ও গার্ল গাইডস সমাবেশে বলেছেন, তোমাদের হতে হবে চৌকস, মেধাবী। আগামীতে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে স্মার্ট বাংলাদেশের। বুকে দেশপ্রেম ও সাহস নিয়ে বিশ্বকে জানান দিতে হবে যেকোনো পরিস্থিতিতে আমরাই পারি মাথা উঁচু করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে।

তিনি গতকাল রোববার রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং ’ শীর্ষক ৪দিনব্যাপী স্কাউটস ও গার্ল গাইডস সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস রাউজান উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুজ্জামানের চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, আবদুল কুদ্দুস। উল্লেখ্য কাব ক্যাম্পুরী কর্মসূচি সফল করতে ৪ টি ভ্যানু রাখা হয়। ১৭টি তাঁবুতে ১৫৫টি দলে বিভক্ত (প্রতিদলে ৯জন করে) মোট ১হাজার ৩৯৫জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন ডবলমুরিং থানার আনন্দ র‌্যালি ও সমাবেশ
পরবর্তী নিবন্ধআইআইইউসি বিজনেস ক্লাবের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ