বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাঙালির আত্মার অবিচ্ছেদ্য অংশ তুমি, তোমাকে কখনো আলাদা করে ভাবতে পারিনি। আমরা ভাবতে শিখিনি, তুমিই শিখিয়েছিলে শিকল ভাঙার গান। দেখিয়েছিলে মুক্তির সোপান, দেখিয়েছিলে পরিত্রাণের পথ। তোমার চেতনার জাগরণে উদ্দীপ্ত করেছিলে, সমগ্র জাতিকে, বাংলাদেশ বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতি। লোকায়ত বাংলার মানুষকে তুমি ভালোবেসেছিলে, ভালোবেসেছিলে দুঃখিনী বাংলাকে মনে প্রাণে।
জীবনের পর্ব থেকে পর্বান্তরে আমাদের মুক্তির কথা অনবরত প্রবাহিত হয়েছিলো তোমার চিন্তার আখ্যানে। তোমার সুদীর্ঘ সংগ্রামী জীবনে। তোমার তেজোদ্দীপ্ত বাণী, মুক্তিযুদ্ধে সাহস যুগিয়েছিলো সেই বিশ্বাসে ভর করে তোমার নেতৃত্বে ছিনিয়ে এনেছি বিজয় পতাকা। এনেছি পরম স্বাধীনতা। তোমার অমিত বাণী আজো আমাদের জাতীয় চলার পথে প্রেরণা যোগায়, তোমার অন্তর্নিহিত শক্তির ওপর অপার আস্থা ও প্রগাঢ় বিশ্বাস ছিলো বলে, আমরা দেশ পেয়েছি, জাতি পেয়েছি। সেদিন নিশীথ রাতের শেষ প্রহরে আমরা হারিয়েছি তোমাকে, ইতিহাসের পাতাকে কলঙ্কিত করে, জাতির ললাটে আঁকা হলো রক্ত লাল তিলক চিহ্ন। জাতি হারিয়েছে পিতাকে….. ১৫ই আগস্ট এখন দানবের বিরুদ্ধে, মানবের জেগে ওঠার অনুপ্রেরণা- এই দিবস আজ মহাশক্তির জাগরণের নতুন শপথ -অসমাপ্ত শোকগাথা বাঙালির মননে, শক্তি সাহসের প্রতীক হয়ে তুমি ফিরে আসো, প্রতি বছর শৌর্য্যে বীর্যে, চেতনায়, নেতৃত্বে আর নিঃশর্ত ভালোবাসা মমত্ববোধে। বাঙালি আজো তোমাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে হে পিতা।