তোমাকে

জিললুর রহমান | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

৪৫.
হাসপাতালবাসের শেষদিকে তুমি খুব টিভিতে মগ্ন ছিলে। না, নাটক সিরিয়াল নয়, সংবাদ। জীবন-নাটক যে গল্প উপন্যাস থেকেও জটিল এবং রহস্যঘেরা থাকে তুমি তার আস্বাদ নিচ্ছিলে। কোথাকার কোন পরিমনি নিয়ে মগ্ন হয়ে গেলে। তুমি চেয়ে থাক টিভির দিকে, আর আমি চেয়ে রই তোমার দিকে। এ অনন্ত দৃশ্যান্তর পর্ব ভেঙ্গে খানখান করে দিতো সুতীব্র যন্ত্রণায়, কেবল সুঁইদিদিদের আগমনে।

পূর্ববর্তী নিবন্ধশুশ্রুষা
পরবর্তী নিবন্ধএকটি গল্প ‘তৃষ্ণা’