জন্ম হলো মায়ের কোলে
দেশের তরে জীবন দিলে,
যদি দেখতে পেতাম তোমাদের একটুখানি
জন্ম আমার ধন্য হতো, এ আমি জানি।
তোমরা বুদ্ধিজীবী, তোমরাই ত্যাগী
তোমরাই মহান,
বাংলার মাটি-মানুষের জন্য
তোমরা দিয়েছো যে প্রাণ।
বাংলার মাটি, বাংলার মানুষ
জানে তোমরাই আমাদের প্রাণ,
তোমরা অমর, তোমরা যে বীর
বাংলার গর্বিত সন্তান।








